জয়তুন তেল
স্বাস্থ্য সচেতনতায় এবং ত্বকের যত্নে জয়তুন তেলের ব্যবহার সুপ্রাচীণ। জয়তুন ফলকে পিষে প্রক্রিয়াজাত করার মাধ্যমে এই তেল সংগ্রহ করা হয়। এটি একমাত্র তেল যেটি বীজ থেকে সংগ্রহ না করে ফল থেকে সংগ্রহ করা হয়। জয়তুন তেল তিন গ্রেডের হয়ে থাকে। পরিশোধিত জয়তুন তেল, ভার্জিন এবং এক্সট্রা ভার্জিন জয়তুন তেল। এক্সট্রা ভার্জিন জয়তুন তেলকে কম পরিশোধিত করা হয়। এই তেল সর্বাধিক স্বাস্থ্যসম্মত। এতে রয়েছে ক্যালোরি, স্যাচুরেটেড ফ্যাট, মনোস্যাচুরেটেড ফ্যাট, ভিটামিন ই, এবং কে। এই তেল সাধারণত স্পেন, ইতালি, ফ্রান্স এবং গ্রিসে বেশি উৎপন্ন হয়ে থাকে। ভোক্তা চাহিদার কথা বিবেচনায় রেখে খাস ফুড আপনাদের জন্য সরবরাহ করছে স্পেন এবং ইতালি থেকে আমদানি করা সর্বাধিক বিশুদ্ধ এবং স্বাস্থ্যসম্মত এক্সট্রা ভার্জিন জয়তুন তেল।
জয়তুন তেল কেনো ব্যবহার করবেন?
* জয়তুন তেল দেহে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
* পাকস্থলীর সুস্থতায় এটা খুবই উপকারী।
* নিয়মিত জয়তুন তেল গ্রহণে স্ট্রোক এবং ক্যান্সারের ঝুঁকি কমে আসে।
* দৈনিক ১ চামচ জয়তুন তেল খেলে কৌষ্ঠ্যকাঠিন্যের সমস্যায় উপকার পাওয়া যায়।
* এটি দেহের বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে।
* জলপাই তেল গায়ে মাখলে বয়স বাড়ার সাথে সাথে ত্বক কুঁচকানো প্রতিরোধ করতে ভূমিকা রাখে।
* এই তেল ওজন নিয়ন্ত্রনে খুবই কার্যকর।
* চুল এবং ত্বকের যত্নে জয়তুন তেল খুবই উপকারী।
* ত্বকের মসৃণতায় জয়তুন তেলের সাথে লেবু মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে কার্যকর উপকার পাওয়া যায়।
* ব্রনের সমস্যায় এটা খুবই উপকারী।
খাস ফুডের জয়তুন তেল কেনো ব্যবহার করবেন?
* স্পেন এবং ইতালি থেকে আমদানীকৃত।
* এক্সট্রা ভার্জিন গ্রেডের জয়তুন তেল।
* সর্বাধিক স্বাস্থ্যসম্মত জয়তুন তেলের নিশ্চয়তা।
* যথাযথ পুষ্টিগুণ বিদ্যমান।
* ক্ষতিকারক উপাদানের মিশ্রণ মুক্ত।
* কোন রাসায়নিক ব্যবহার করা হয়নি।
* নিজস্ব তত্ত্বাবধাণে গ্রাহকদের জন্য প্যাকেজিংকৃত।