Toxin কী?
Toxin অধিবিষ বা উপবিষ। জীব ও উদ্ভিদের শরীরে প্রাকৃতিকভাবে উৎপন্ন বিষকে Toxin বলে। শরীরে Toxin বেশী হলে কী হয়? হাতে পায়ে জ্বালা-পোড়া করে, বুক ধড়পড় করে। মুখে টক অথবা তিতা স্বাদ দেখায়, বমি-বমি ভাব আসে, বুক জ্বালা-পোড়া করে, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, খেতে ইচ্ছা করে না। শরীরে দুর্বলতা বা ক্লান্তভাব অনুভব হয়।
De-Tox Water কী?
বিভিন্ন ভেষজ, শাক-সব্জি, ফল-মূল মিশ্রিত পানি। যা অত্যাবশ্যকীয় পুষ্টিগুণে ভরপুর এবং শরীর থেকে Toxin দূর করতে সহযোগিতা করে।
De-tox water কীভাবে কাজ করে?
নরমাল খাবার পানি খালি পেটে পান করলে উত্তম De-tox এর কাজ করে। কিন্তু যারা খালি পেটে পানি পান করতে পারেন না অথবা পানির গন্ধ নিতে পারেন না, তাদের জন্য আমাদের এই De-tox water Service.