আমাদের ভিশন

কৃষকডটকম ইনস্ট্যান্ট সার্ভিস পরিচালিত ভেজাল মুক্ত দুনিয়ায় আপনাকে স্বাগতম। সম্পূর্ণ নতুন ধারনা ও ভিন্ন রকম পদ্ধতি নিয়ে ভোক্তাকে সাশ্রয়ী মূল্যে ঘরোয়া মানের পরিস্কার পরিছন্ন পরিবেশে ফুডগ্রেড মেশিনের সাহায্যে আশযুক্ত লাল গমের আটা,সাদা গমের আটা ইন্সট্যান্ট পাওয়া যাচ্ছে।ইহা ছাড়া কপোতাক্ষ নদে তীরের দেশি সরিষার ঘানি ভাঙ্গা গ্যারান্টিযুক্ত খাটি সরিষার তৈল, নারিকেল তৈল, তিলের তৈল, কালোজিরার তৈল,পাওয়া যাচ্ছে।

আমাদের সম্পর্কে 

আমাদের সম্পর্কে কিছু কথা

আমাদের সংগ্রীত অন্যান্য অর্গানিক ফুড( প্রকৃতি থেকে সংগ্রহ করা হয় এমন খাদ্য)। গুড়া হলুদ,গুড়া মরিচ,যশোরের সুই ঝাল মসলা ও অন্যান্য মসলা।
হোম ডেলিভারী : ফোন,এস এম এস (message),ই-মেল অথবা সরাসরি
আপনার অর্ডারকৃত পণ্য হোম ডেলিভারী দেওয়া হয়।
# আর্জেন্ট ডেলিভারী সর্বনিম্ম চার্জ
৫০/=(পঞ্চাশ টাকা)।
# নরমাল ডেলিভারী ফ্রি।

আপনি কি হাটহাজারি মিষ্টি মরিচের গুড়া খুজচ্ছন?  আমরা পরিস্কার করে, বোটা ফেলে রোদে শুকিয়ে ফুডগ্রেড মেশিণে গুড়া করে থাকি ,সম্পূণ র্ন্যাচ্যারাল পদ্ধতিতে আদার গুড়া,দেশি রসুনের গুড়া,মেথি গুড়া, সরিষার গুড়া,মেজবানের মসলা,বিরানির মসলা,সালাতের মসলা ও চায়ের মসলা সম্পূর্ণ নিভের্জাল ও তর-তাজা ইন্সট্যান্ট পাওয়া যাচ্ছে। আপনি কি খাটি দুধের গাওয়া ঘি ও সুন্দর বনের মধু খুজছেন তাহলে ভেজাল মুক্ত দুনিয়ায় চলে আসুন।